স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ছেলের হাতে প্রাণ হারালো নুরভানু (৫৬) নামের একবৃদ্ধা। বৃদ্ধা নূরভানু উপজেলার পৌর শহরতলী নিজপাড়া মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। হত্যাকারী সন্দেহে বৃদ্ধার ছেলে ফারুক (৩৮)কে আটক করেছেন নালিতাবাড়ী পুলিশ।
অপর ছেলে মনিরুল ইসলাম ঢাকায় কাজ করেন। বৃদ্ধার ভাই শরিয়ত উল্লাহ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন বলে, জানায় নালিতাবাড়ী থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , ৩ জুন শুক্রবার সকাল অনুমানিক ৮ ঘটিকায় নালিতাবাড়ী পুলিশ স্থানীয় ভোগাইনদীর তীরের বালুর চর থেকে বৃদ্ধা নূরভানু (৫৬) মরদেহ উদ্ধার করেন ।
স্বল্প সময়ে কম্পিউটার শিখতে যোগাযোগ করুন……………….
বৃদ্ধাকে ইটের আঘাতে হত্যা করেছে বলে ধারণা করে ছেলে ফারুককে আটক করেছেন পুলিশ । বৃদ্ধার মাথায় মিলেছে আঘাতের চিহ্ন। বৃদ্ধার বসবাসরত ঝুপরী ঘর থেকে একটি ইট উদ্ধার করেন পুলিশ। নালিতাবাড়ী থানা পুলিশ জানান, বৃদ্ধার ভাই শরিয়ত উল্লাহ নালিতাবাড়ী থানায় ফারুককে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ছেলে ফারুককে আটকরা হয়েছে , প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেলে ফারককে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়না তদন্তের জম্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। হত্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে।