সিয়ামের জন্মদিনে পূজা যা বললেন
পূজা চেরি এবং সিয়াম ‘‘পোড়ামন ও দহন’’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচিত্রে জুটি হিসেবে সমাদৃত হয়েছেন।
আর তার পর থেকেই সিনেমাপ্রেমিদের নজর কেড়ে নেয় এই জুটি। আর এবার সিয়ামের জন্মদিনে পূজা চেরি শুভেচ্ছা জানালেন।
অন্যান্য খবর জানতে ভিডিও সম্পূর্ণ দেখুন
https://youtu.be/WVk9HTJos5Q
পূজা চেরি সোমবার দুপুবে ৩০ মার্চ ১২ টায় সিয়ামের জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানায়। শুভ জন্মদিন সিয়াম আপনার সাথে কাটানো দারুন দারুন মুহূর্ত গুলো খুব মনে পড়ছে।
আমার কাছে খুবই স্পেশাল আপনার মতো অভিনেতাকে পেয়ে।আগামী সিনেমার জন্য শুভ কামনা রইলো ।
অভিনেতা সিয়াম আহমেদ ১৯৯২ সালের ২৯শে মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন।তার তিনি মা-বাবার একমাত্র সন্তান।
টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন,উপস্থাপনা ২০১২ সাল থেকে করছেন।আর তার কর্মজীবন শুরু হয় একটি বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে।
‘‘ভালোবাসা ১০১’’ তার প্রথম নাটকের নাম। আর অভিষেক সিনেমা হলো পোড়ামন ২। এই সিনেমায় দারুন অভিনয় করেন তিনি।
সিয়াম-এর জন্মদিনে পূজা যা বললেন
আরও জানতে: ক্লিক করুন
আর সিয়াম তার জন্মদিনে দারুন একটি বিশেষ কেক কাটেন এবং তা সবার মধ্যে শেয়ার করেন তিনি।নিজের জন্মদিনে নিজেকেই শুভেচ্ছা জানায় তিনি।
আরও জানুন: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ দফা নির্দেশনা দিয়েছেন সরকার।