স্টাফ রিপোর্টার: আজ ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস। শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর আজকের এই দিনে শেরপুর পাক হানাদার মুক্ত হয়। দিনটি স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
৭ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে মাধবপুরস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও জীবিত মুক্তিযুদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া কামনা করা হয়। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা কালেক্টরেট চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।