করোনায় আক্রান্ত হয়েছেন শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।গতকাল বুধবার (৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বিনয় সাহা।
শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, মেয়র লিটন ৮ জুন রাজধানী ঢাকায় করোনার নমুনা পরীক্ষা দেন। এরপর ৯ জুন প্রাপ্ত তথ্য অনুযায়ী তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
এ বিষয়ে মেয়র লিটনের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শিহাব আহম্মেদ কিবরিয়া শ্রাবণ বলেন যে, আমার বাবা সুস্থ আছেন এবং তিনি ঢাকায় নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকবেন। বাবার দ্রুত সুস্থতার জন্য শেরপুরসহ দেশবাসীর কাছে দোয়া চাই।
আরও পড়ুন: ক্লিক করুন
শেরপুরের সকল খবর পেতে শেরপুর সংবাদের সাথেই থাকুন
আমাদের ইউটিউব: শেরপুর সংবাদ