HomeUncategorizedশেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন চন্দন কুমার পাল ।...

শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন চন্দন কুমার পাল । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা পরিষদ নির্বাচ‌নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাহেলা আক্তার এর কাছে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পাঁচ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৩ পৌরসভার মেয়র, ৫২টি ইউনিয়ন পরিষদের অধিকাংশ ইউপি সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর শেরপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে।

এ নির্বাচনে জেলার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে চকবাজারস্থ শেরপুর জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা আ’লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular