শেরপুরের নকলা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৮৭ কোটি ৪৩ লক্ষ ২৫ হাজার ৬শত ৭১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) নকলা পৌর মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করেণ পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।
এসময় মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, এ বছরে মোট রাজস্ব খাতে আয়ের পরিমাণ ৭ কোটি ৭৫ লক্ষ ৪৮ হাজার ৯৬৪ টাকা। মোট রাজস্ব ব্যয় ৭ কোটি ৫১ লক্ষ ৮০ হাজার টাকা। উন্নয়ন খাতে মোট আয় ৭৮ কোটি ১২ লক্ষ ৩৬ হাজার ৬৫৩ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৭০ লক্ষ টাকা। মুলধন খাতে আয় ১ কোটি ৫৫ লক্ষ ৪০ হাজার ৫৪ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: ক্লিক করুন
শেরপুরের সকল খবর পেতে শেরপুর সংবাদের সাথেই থাকুন
আমাদের ইউটিউব: শেরপুর সংবাদ
বাজেট ঘোষণা অনুষ্ঠানে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মনসুর আহম্মেদ, সচিব মনিরুল ইসলামসহ পৌর কাউন্সিলরবৃন্ধ, সূধীজন, পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।