শেরপুর জেলার নকলা উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক খুন
শেরপুর জেলার নকলা উপজেলায় ছাগলে সুপারি গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন।
নিহত আজিম উদ্দিন (অজি) বাউসা গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। এ ঘটনার নূর মোহাম্মদের স্ত্রী আফরোজা আক্তার নামে এক গৃহিনী আহত হয়েছেন।
ঘটনার সাথে জড়িত মিজান মিয়ার স্ত্রী ইতি বেগম ও ইসমাইলের স্ত্রী শিখা বেগম নামে ২ গৃহিনীকে আটক করেছে নকলা থানার পুলিশ।
১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭ টার দিক উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে একই এলাকার মজিবর ও তার ছেলে সজীবের ছাগল আজিম উদ্দিন অজির বাড়ির আঙ্গীনার সুপারি গাছ খেয়ে ফেললে উভয় পরিবারের সদস্যদের মাঝে কর্তাতর্কি শুরু হয়।
তর্কাতর্কির একপর্যায়ে ছাগলের মালিক মজিবরের ছেলে সজীবের লাঠি আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি ঘটনাস্থলে নিহত হন। তাছাড়া আহত হন আফরোজা আক্তার নামে আরও এক নারী।
পুলিশ জানায়, এবিষয়ে জড়িতদের মধ্যে ২ জন নারীকে আটক করা হয়েছে।
অনলাইন শপিং করতে: ক্লিক করুন
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নকলা থানার এসআই রাজীম কুমার ভৌমিক ঘটনাস্থল সত্যতা নিশ্চিত করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুশফিকুর রহমান জানান, এ ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।
আরও জানতে: ক্লিক করুন