Thursday, December 1, 2022
Homeজেলার খবরশেরপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত । শেরপুর সংবাদ

শেরপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সদস্য ও অংশীজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এই সামাজিক সম্প্রীতি সমাবেশের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এর সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামারুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান আকন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপ্রদস্থ ককর্মকর্তা কর্মচারী ও জেলা আওয়ামীলীগের অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular