HomeUncategorizedশেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত । শেরপুর সংবাদ

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত । শেরপুর সংবাদ

শেরপুর প্রতিনিধি: শেরপু‌রে মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বিজিবি সদস্য ইউসূফ জামিল না‌মে একজন নিহত হ‌য়ে‌ছেন। আজ বৃহম্পতিবার (১৬ জুন) দুপু‌রে সদর উপ‌জেলার কানাশাখোলা চন্দ্রকোনা সড়কে আমতলী এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত জা‌মিল সদ‌রের হালগড়া চর বড়ইগা‌ছি এলাকার খলিলুর রহমা‌নে ছেলে।

পু‌লিশ জানায়, ইউসূফ জা‌মিল বি‌জি‌বির সিপাহী প‌দে কর্মরত ছি‌লেন। গত ১২ জুন ১২ দি‌নের ছু‌টি নি‌য়ে গ্রা‌মের বা‌ড়ি শেরপু‌রে আ‌সেন। আজ সকা‌লে প‌রিবা‌রিক নানা প্রয়োজনীয় কেনাকাটা কর‌তে মোটরসাই‌কেল‌যো‌গে শেরপুর শহ‌রে আ‌সেন। প‌রে ঔষধসহ সব কেনাকাটা শে‌ষে বা‌ড়ি ফির‌ছি‌লেন তি‌নি। এসময় সদরের কানাশাখোলা চন্দ্রকোনা সড়কে আমতলা বাজার এলাকায় আস‌লে মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হারি‌য়ে ঘটনাস্থ‌লেই নিহত হন জা‌মিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে জানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular