Homeজেলার খবরশেরপুরে ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ । শেরপুর সংবাদ

শেরপুরে ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টার: শেরপুরে কাগজের বই পড়ায় আগ্রহ স্মৃষ্টির লক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী দীর্ঘ দিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বই পৌছে দিচ্ছে। সেইসাথে এ বই পড়ার প্রতি আগ্রহ স্মৃষ্টিতে প্রচারণার জন্য অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইন প্রতিযোগিতার গত জুলাই ও আগষ্ট মাসের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে শেরপুর সরকারী কলেজ মাঠ চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেরপুর সরকারী কলেজ কেন্দ্রে জুলাই মাসের চিত্রাংকন প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপ থেকে প্রথম স্থান এবং আগষট মাসের ‘গ’ গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকারী ওই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তৈতী মিত্র মজুমদারের হাতে পুরস্কার তুলে দেন শেরপুর সরকারী কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব সংকর কারুয়া শিবু এবং গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক কবি রফিক মজিদ। এসময় ভ্রাম্যমান লাইব্রেরীর কর্মকর্তা মো. তৌহিদুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপের অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতিমাসে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইনে আবৃত্তি, সুন্দর হাতের লেখা, সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগিতা ছাড়াও অফলাইনেও গ্রুপ ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিভিন্ন বই উপহার দেয়া হয়ে থাকে। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular