শেরপুরে বাড়ীর সীমানা বিরোধ নিয়ে নাজিরুল ইসলাম বদন নামে এক কৃষক খুন হয়েছে। বদন শেরপুর সদর উপজেলার হাওড়া নিজ গ্রামের মৃত চিনু শেখের ছেলে। আহত হয়েছে আরো দুইজন।
এদিকে এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, মোঃ জমসেদ আলী (৭০),মোঃ তোরমান (৪৫), মোঃ লোকমান (৪০), জোছনা বেগম (৪৮),মোঃ হিরন ( ৫০),আক্তার আলী (৫০), অজুফা বেগম (৬০), হাসনা (৩০), নুরুন্নাহার (৩৪)
পুলিশ জানায় যে, নিহত নাজিরুল ইসলাম বদনদের সাথে প্রতিবেশি জমশেদ আলী গং দের সাথে বাড়ীর সীমানা নিয়ে ঝগড়া চলে আসতেছিল । গতকাল সকাল সোয়া আটটার দিকে গরুর গোবর (মল) রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মারা শুরু হলে বদন ও তার ছেলে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়ে আসার পথে বদন মারা যায়। ছেলে মোশারফ ও জোসনা নামে দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ক্লিক করুন
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুরের সকল খবর পেতে শেরপুর সংবাদের সাথেই থাকুন
আমাদের ইউটিউব: শেরপুর সংবাদ