Friday, March 24, 2023
Homeজেলার খবরশেরপুরে নকলায় আনসার আল ইসলামের এক সদস্য আটক

শেরপুরে নকলায় আনসার আল ইসলামের এক সদস্য আটক

শেরপুরের নকলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার নাম মো. হাসান মাহমুদ (১৯)।

সোমবার (১৪ জুন) ভোরে সিপিএসসি, র‍্যাব-৩ টিকাটুলি ঢাকার একটি আভিযানিক দল নকলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

আটক হাসান উপজেলার লাভা মধ্যপাড়া এলাকার ফয়েজ উদ্দিনের পুত্র।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, আটক হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। তার মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত তথ্য থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Click: Read more

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular