স্টাফ রিপোর্টার: উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা । ১০ নভেম্বর সকালে সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে এই মেলার উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন সহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ । আলোচনাসভা শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।