শেরপুরে ডাঃ হ্যানিম্যানের ২৬৬ তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । শেরপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন এর আয়োজনে ডাঃ হ্যানিম্যানের জন্মদিবস উপলক্ষে আজ ১১ এপ্রিল সকাল ১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়াম এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শিক্ষক প্রতিনিধি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডাঃ এম এ কাশেম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আজিজুর রহমান ফরিদ, আর উপস্থিত ছিলেন ডাঃ মাঃ জাহাঙ্গীর আলম শিক্ষক প্রতিনিধি অত্র কলেজ, প্রভাষক ডাঃ আশরাফুল আলম আপেল, প্রভাষক ডাঃ মোঃ জাহিদ আনোয়ার, প্রভাষক ডাঃ মোঃ আব্দুর রহিম, প্রভাষক ডাঃ মোঃ মাহমুদুল হক, প্রভাষক ডাঃ সাইফুল ইসলাম গাজী, প্রভাষক ডাঃ মোঃ বিল্লাল হোসেন, কলেজ শাখার আহবায়ক আব্দুর করিম পিটু, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন এর কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক মোঃ জুবাইল হোসাইন, যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম মমিন, মোঃ শেখ ফরিদ, মোঃ মিজানুর রহমান, রেনু আরা, জুই সরকার, দিলশাদ জাহান, সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন আকন্দ, সদস্য সাধনা,রেজাউল করিম,আতিক হাসান, সালমান আহম্মেদ প্রমুখ। আলোচনায় অতিথিরা সংগঠন সফলতা কামনা করেন এবং প্রধান বক্তা ডাঃ এম এ কাশেম সংগঠন এর সার্বিক দিক নির্দেশনা দেন ও সংগঠন এর জন্য একটি অফিস কক্ষ প্রদান করে। এ সময় বক্তারা, ডাঃ হ্যানিম্যানের হোমিও চিকিৎসা পদ্ধতি ও মানব কল্যাণে তার অবদান সর্ম্পকে আলোচনা করেন।