পানবোঝাই করা ট্রাকচাপায় শেরপুরে আমেনা পারভীন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বাসস্ট্যান্ড এলাকার নূর আলম সিদ্দিকের স্ত্রী।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শেরপুর শহরের চাপাতলী এলাকার সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর শহরের বাগরাকসা সুতানালী দিঘীর পাড় এলাকার নূর আলম সিদ্দিকের স্ত্রী ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন সকালে নিয়মিত ওই সড়কে হাঁটেন। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি ভোরে বাড়ি থেকে বের হয়ে ওই সড়ক ধরে হাঁটাহাঁটি করছিলেন।
হাঁটাহাঁটি শেষে বাড়ি ফেরার পথে চাপাতলী এলাকার সার্কিট হাউসের সামনে এলে পানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ ওই নারীকে চাপা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই আমেনার মৃত্যু হয়। পুলিশ গাড়িটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।