Homeজেলার খবরশেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয়...

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টারঃ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

পরে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, চেম্বার অব কমার্স, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখা, সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করার মাধ্যমে জাতীয় শোক দিবসের সূচনা করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা, পুরষ্কার ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি এবং প্রধান আলোচক ছিলেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. হুমায়ুন কবীর রুমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular