Homeজেলার খবরশেরপুরে গ্রামপুিলশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে

শেরপুরে গ্রামপুিলশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে শেরপুর সদর উপেজলার ১৪টি ইউনিয়নের ৩০জন গ্রামপুিলশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সঠিকভাবে সেবা প্রদানের লক্ষে ১৬ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আনার কলি মাহবুব গ্রামপুলিশ সদস্যদের মাঝে এসব বাই সাইকেল বিতরণ করেন।

স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমানসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, আমরা জনগনের সেবা দেয়ার জন্যই কাজ করে যাচ্ছি। গ্রাম পুলিশগণ তৃণমূল পর্যায়ে মানুষের সেবা দিয়ে থাকে। কিন্তু তাদের যাতায়াতের সমস্যা। তাই আমরা তাদেরকে এ বাই সাইকেল উপহার দিলাম। আমা করি তাদের সেবার মান আগের চেয়ে আরো উন্নত হবে।

আরও পড়ুন: ক্লিক করুন
শেরপুরের সকল খবর পেতে শেরপুর সংবাদের  সাথেই থাকুন
আমাদের ইউটিউব: শেরপুর সংবাদ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular