Tuesday, February 7, 2023
Homeজেলার খবরশেরপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে আক্কাস আলী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আক্কাস আলী জেলা শহরের নবীনগর এলাকার মৃত গয়ের শেখ এর ছেলে।

পারিবারিক সুত্র জানায়, আক্কাস আলীর করোনার নানা উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দিলে গেল বৃহস্পতিবার পজিটিভ হন।
পরে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে আজ শনিবার দুপুর সোয়া বারটার দিকে মারা যায় আক্কাস আলী।

এদিকে এই নিয়ে শেরপুর জেলায় করোনায় মারা গেলেন মোট ১৬ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দাফন কাফনের প্রস্তুুতি চলছে।

আরও পডুন: ক্লিক করুন 

 জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় যে, শুক্রবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৯১ জন, যা নমুনা পরীক্ষার ৬.৯৭ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৭১৬ জন, যা মোট আক্রান্তের ৯১.৮৭ ভাগ। আর ১৬ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ১.৯ ভাগ।

বর্তমানে জেলায় ৬০ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৩৯৪ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৩৪৭ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৪৭ জনের।

ইউটিউব: শেরপুর সংবাদ 

এছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৫৪ হাজার ৭৫০ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৩ হাজার ৬৬০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৯০ জন।

শেরপুরের সকল খবর পেতে শেরপুর সংবাদের সাথেই থাকুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular