স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া গ্রামের চরবন্ধে সেচ দিতে গিয়ে মোঃ মঞ্জুরুল ইসলাম(২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে । নিহত মঞ্জুরুল শ্রীবরদী উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া গ্রামের মনু মিয়ার পুত্র ।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে , আজ ৩ জুলাই সকাল নয়টার দিকে মঞ্জুরুল ও তার চাচা চরশেরপুর নিবাসী মোঃ আনোয়ার হোসেন ধানের চারা ক্ষেতে পানি দেওয়ার উদ্দেশ্যে মটর সুইচ দিতে গেলে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয় । নিহত মঞ্জুরুল সেটা ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান ও আনোয়ার হোসেন আহত হন ।
পরে আনোয়ার হোসেন কে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । এব্যাপারে খরিয়াকাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহত মঞ্জুরুলের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ চলছে ।