Homeজেলার খবরশেরপুরের শ্রীবরদীতে অগ্নিকান্ডে এক শিশু নিহত বসতঘর পু‌ড়ে ছাই । শেরপুর...

শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকান্ডে এক শিশু নিহত বসতঘর পু‌ড়ে ছাই । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টারঃ শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকান্ডে ইসমাইল (৪) নামে এক শিশু নিহত ও দুটি বসতঘর ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বারারচর বলদিয়াপাড়া গ্রামে।

নিহত ওই শিশু আমিন মিয়ার ছেলে। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বসত ঘরের পাশে গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুনের টিবি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে গোয়াল ঘর থেকে বসত ঘরে আগুনের বিস্তৃতি ঘটে।

এ সময় আমিন মিয়ার ছেলে ইসমাইল বসত ঘরে আটকা পড়ে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সংবাদ পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে আগুনে দুটি বসত ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়।

এ সময় একটি শিশু সবার অজান্তে ঘরের ভিতর আটকা পড়ে আগুনে পুড়ে মারা গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি। শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেক ঘটনাস্থলে এসে জানান, পরিদর্শন করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular