আজ বাজিতখিলা ইউনিয়ন পরিষদে, বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (BleNGS) প্রজেক্ট কর্মসূচী-২০২১ এর উর্দোগে ছাগল বিতরন করা হয়।
উক্ত ছাগল বিতরন কর্মসূচী-২০২১ আয়োজন করেন উন্নয়ন সংঘ, শেরপুর সদর,শেরপুর। হতদরিদ্র পরিবারের সদস্যবৃন্দদের মাঝে ছাগল এবং তারা ছয় ধরনের সবজির বীজ পাচ্ছেন ।
এম এ হালিম বলেন: শেরপুর সদরের ১৫ টি উপজেলায় মোট ৫১ টি কমিউনিটি ক্লিনিকের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ২ টি করে ছাগল বিতরন করা হচ্ছে । এছাড়াও তাদের মাঝে ছয় ধরনের সবজির বীজ দিয়েছেন । মা এবং শিশুর পুষ্টির মান উন্নত কারার লক্ষে তারা কাজ করে যাচ্ছে ।
আরও পড়ুন: ক্লিক করুন
শেরপুর জেলার সকল খবর পেতে শেরপুর সংবাদের সাথেই থাকুন
আমাদের ইউটিউব: শেরপুর সংবাদ