Friday, March 24, 2023
Homeজেলার খবর‌শেরপু‌রের বাজিত‌খিলায় বিদ্যুৎপৃষ্ট হ‌য়ে এক মাদ্রাসা ছাত্র নিহত । শেরপুর সংবাদ

‌শেরপু‌রের বাজিত‌খিলায় বিদ্যুৎপৃষ্ট হ‌য়ে এক মাদ্রাসা ছাত্র নিহত । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপ‌জেলার বা‌জিত‌খিলা ইউ‌নিয়‌নের সুলতানপুর উত্তরপাড়া গ্রা‌মের ম‌দিনাতুল উলুম নুরানী মাদ্রাসায় কাঁঠাল পাড়‌তে গি‌য়ে বিদ‌্যুৎপৃষ্ট হ‌য়ে উক্ত গ্রা‌মের মোঃ আব্দুর রাজ্জা‌কের পুত্র তৌ‌হিদ(১৩) না‌মের এক মাদ্রাসা ছাত্র নিহত হ‌য়ে‌ছে ।

রবিবার সকাল ৭টার দি‌কে ম‌দিনাতুল উলুম নুরানী মাদরাসায় এ মর্মা‌ন্তিক দুর্ঘটনা ঘ‌টে । প্রত‌্যক্ষদর্শী‌দের বরাত দি‌য়ে জানা গে‌ছে , ৫ জুন সকাল ৭ টার দি‌কে ম‌দিনাতুল উলুম নুরানী মাদ্রাসার ছাত্র তৌ‌হিদ কাঁঠাল পাড়ার উ‌দ্দে‌্যশে ‌্য মাদ্রাসার‌ টি‌নের ঘ‌রের চা‌লে উ‌ঠে । এসময় চা‌লের উপর দি‌য়ে পল্লী বিদ‌্যু‌ৎের সঞ্চালন লাই‌নের তা‌রে হাতের স্পর্শ লাগায় স‌ঙ্গে স‌ঙ্গে সে বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে প‌ড়ে এবং সেখা‌নেই মৃত‌্যুবরণ ক‌রে ।

প‌রে মাদ্রাসার অন‌্যান‌্য শিক্ষার্থী‌দের চিৎকা‌রে লোকজন জ‌ড়ো‌ হ‌লে লোকজ‌নের সহয়তায় মর‌দেহ নি‌চে নামা‌নো হয় । নিহত মাদ্রাসা ছাত্র তৌ‌হি‌দের বা‌ড়ি শেরপুর সদর উপ‌জেলার বা‌জিত‌খিলা ইউ‌নিয়‌নের সুলতানপুর গ্রা‌মের বা‌সিন্দা । এ‌দি‌কে এ দুর্ঘটনার ঘটনায় বাজিত‌খিলার সুলতানপুর এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে । এ ব‌্যাপা‌রে শেরপুর সদর থানার ও‌সি মুনছর আহা‌ম্মেদের সা‌থে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি জানান আমরা দুর্ঘটনার কথা শু‌নে‌ছি । য‌দি কে‌উ অ‌ভি‌যোগ ক‌রে তাহ‌লে আমরা প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহন করব ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular