Homeজেলার খবরশেরপু‌রের বা‌জিত‌খিলায় ৬ বছ‌রের শিশু‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যোগ । শেরপুর সংবাদ

শেরপু‌রের বা‌জিত‌খিলায় ৬ বছ‌রের শিশু‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যোগ । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টার: ৬ বছরের শিশুকে ধর্ষ‌ণের অ‌ভি‌যোগ করে‌ছে ধ‌র্ষিতার পিতা । বৃহস্প‌তিবার দুপুরে সদর উপ‌জেলার বা‌জিত‌খিলার মনকান্দা গ্রা‌মে ৬ বছর বয়সী এক শিশুকে বা‌ড়ি‌তে একা পে‌য়ে আব্দুল কুদ্দুস (৪২) না‌মে এক লম্পট জোর পূর্বক ধর্ষণ ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ধ‌র্ষিতার পিতার । ভুক্তভোগীর বাবা সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শেরপুর সদর থানায় মামলা রুজু করা হয়।

রি‌পোর্ট লেখা পর্যন্ত আসামী‌কে গ্রেফতার করার খবর পাওয়া যায়‌নি । মামলার এজহার সূ‌ত্রে জানা গে‌ছে , বৃহস্প‌তিবার দুপুর আনুমানিক ১টার দিকে শিশুটির আর্ত‌চিৎকার শু‌নে শিশু‌টির নানী শিশুটিকে বাড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ক‌রেন। শিশুটির মা নেই , বাবা অ‌টো‌রিক্সা চালা‌তে শহ‌রে গে‌লে বা‌ড়ি‌তে কেউ না থাকার সু‌যো‌গে ধর্ষক আ: কুদ্দস এ ঘটনা ঘটায় । ঘটনার পর থে‌কে ধর্ষক আঃ কুদ্দস পলাতক র‌য়ে‌ছে ।

এ ঘটনার পর বৃহস্প‌তিবার বি‌কেলে ভুক্তভোগী ওই শিশুকে তার পরিবার শেরপুর জেলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন । বর্তমানে ওই শিশুকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্তকে গ্রেফতার ক‌রে দ্রুত দৃষ্টান্ত মূলক শা‌স্তি দেওয়া হোক। আ‌মি নরপশুর সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। সদর থানার ও‌সি ব‌ছিরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে । আসামী কে গ্রেফতা‌রে স‌র্বোচ্চ চেষ্টা কর হ‌চ্ছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular