শেরপুরের পাকুড়িয়ায় মেছু বাঘের মৃত্যু বাচ্চা উদ্ধার করেন শেরপুর বন-বিভাগ। শেরপুরের সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে আফু শেখের বাড়ির পিছনে বাঁশের ঝোপের ভেতর থেকে শুক্রবার বিকেলে এলাকাবাসীর চোখে পড়ে ঐ মেছুবাঘের বাচ্ছাটি।
চারিদিকে মানুষ ঘিরে ফেলে মেছুবাঘের বাচ্চাটিকে। মেছু বাঘের বাচ্চাটি লোকের সমাগম দেখে পালানোর চেষ্টা চালায়। বাধা দিতে গেলে বাচ্চাটি ভাটিয়াপাড়ার মোতু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৫) এর হাতে কামড়ে দেয়। পরে এলাকা বাসি বাচ্চাটিকে ধরার সময় জনগণের হাতেই বাচ্চাটির মৃত্যু হয় এলাকাবাসীর ধারণা।
চাকরির খবর জানতেঃ ক্লিক করুন
শেরপুর বন-বিভাগ কর্মকর্তা আব্দুল আল-আমিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং মেছুবাঘের বাচ্চাটিকে মৃত অবস্থায় উদ্ধার করি।
আরও জানতেঃ ক্লিক করুন