বাড়ির পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ইব্রাহিম খলিল নামে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরামারা দিকপাড়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু ইব্রাহিম একই গ্রামের রহুল আমীনের ছেলে ও ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, গেরামারা গ্রামের দিকপাড়া মড়লবাড়ীর রহুল আমীনের ছেলে ইব্রাহিম খলিল বড় ভাই পারভেজ (১১) ও অন্য খেলার সাথীদের সাথে দুপুরে বাড়ির পাশে থাকা মড়লবাড়ি ও গেরামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ মালিকানায় থাকা পুকুরে গোসল করতে নামে।
আরও পড়ুন: ক্লিক করুন
গোসল শেষে বড় ভাই পারভেজ ও খেলার সাথীরা ইব্রাহিমকে দেখতে না পেরে বাড়িতে খবর দেয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়। ইব্রাহিম গেরামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
ইউটিউব: শেরপুর সংবাদ