রোনালদো নয় এবার দশক সেরা মেসি
বর্তমান ফুটবল দুনিয়ায় কে সেরা ? কে হবে দশক সেরা লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো ? এই প্রশ্নে বিতর্ক হতেই পারে। গেল প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই দুই তারকা ফুটবলারের মধ্যে লড়াইটা বেশ জমজমাট।
দুই তারকাকে নিয়ে আছে নানা মত, নানা বিশ্লেষণ। কারো কাছে মেসি সেরা আবার কারো কারো কাছে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার এই বিতর্কের সমাধান পাওয়া গেছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) আয়োজিত দশকসেরা ফুটবলার নির্বাচিত করেছে।
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রোনালদোকে পেছনে ফেলে সেরা হয়েছেন মেসি। আইএফএফএইচএস এর ১৫০ টি দেশের সদস্যদের ভোটের মাধ্যমে গত দশকের (২০১১ – ২০২০) বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনা তারকা।
দশক সেরার প্রতিযোগিতা হয়েছে মূলত এই দুই তারকা ফুটবলারের মধ্যেই। নানা পরিসংখ্যান এবং সাফল্যের বিবেচনায় আইএফএফএস মেসিকেই সেরা হিসেবে ঘোষণা করেছে। মেসির পরেই দ্বিতীয় অবস্থানে আছেন রোনালদো।
চাকরির খবর জানতে: ক্লিক করুন
এছাড়া এই তালিকায় তৃতীয় অবস্থানে আছে ইনিয়েস্তা আর চতুর্থ স্থানে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
দশক সেরার লড়াইয়ে অন্যরা হলেন:- আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), নেইমার (ব্রাজিল), সার্জিও রামোস (স্পেন), ম্যানুয়েল নয়ার (জার্মানি) রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড), জানলুইজি বুফন (ইতালি, জলাতান ইব্রাহিমোভিচ (সুইডেন) ও লুকা মদ্রিচ (ক্রোরেশিয়া)।
আরও জানতে: ক্লিক করুন