Homeজেলার খবররক্তসৈনিক (রক্তের ফোঁটায় মানবতার) নকলা পৌরশাখার উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

রক্তসৈনিক (রক্তের ফোঁটায় মানবতার) নকলা পৌরশাখার উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে রক্তসৈনিক নকলা পৌরশাখার উদ্যোগে শেরপুরের নকলা পৌরসভাধীন গড়েরগাঁও বঙ্গবন্ধু চত্বরে গতকাল ৬ই জুন রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত বিনামূল্যে ৩৬০ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা প্রদান করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনে ডাঃ মাহমুদুল হাসান,রক্তের ফোঁটায় মানবতার প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আলম চমক,এক্টিভ ব্লাড পয়েন্টের পরিচালক আদিব, প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ সহায়তা করেন।

উল্লেখ্য যে,রক্তসৈনিক নকলা পৌর শাখার আহ্বায়ক রাশেদুল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জরিপ হোসেন এবং প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু এবং বিশেষ অতিথি হিসেবে জেলার কার্যকরী সভাপতি আশরাফুল আলম,সহসভাপতি মোঃ আল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে রক্তসৈনিক নকলার কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল-আমিন,সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুন,
যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদুল মমিন,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ছাড়াও ডিভাইস হেল্পারস অব বাংলাদেশ নকলা উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন,ব্লাড ব্যাংক অফ নকলার প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, রক্তসৈনিক নকলা পৌরশাখার কার্যকরী সদস্য ইমাম হাসান সাব্বির,আবিদ হাসান আবির,নাহিদ রাব্বি রিফাত,জান্নাতুল ইসলাম নাঈম,মোঃ শাকিল ফরাজি,মোঃ সোহেল রানা,মোঃ আতিকুর রহমানসহ বিভিন্ন সংগঠনের অর্ধ শতাধিক সদস্য এবং শুভাকাঙ্খীগণ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ক্লিক করুন

শেরপুরের সকল খবর পেতে শেরপুর সংবাদের সাথেই থাকুন

ইউটিউব: শেরপুর সংবাদ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular