যশোরে নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীর বন্ধুকে কুপিয়ে হত্যা।
যশোরে পৌর নির্বাচনের প্রচারণার সময় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পেশায় ফেরিওয়ালা পারভেজ লিফলেট বিতরণ করছিলেন ছোটবেলার খেলার সাথী যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের পক্ষে।
প্রচারণা শেষে একটি চায়ের দোকানে গিয়ে বসে পারভেজ। এ সময় হঠাৎই তিন চারজন যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায় পারভেজকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অনলাইন শপিং কারতে: ক্লিক করুন
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। যশোর অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাউদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোরে জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পরপরই চায়ের দোকানদার পলাতক আছেন বলে জানায় পুলিশ।
আরও জানুন: টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে ১জনের মৃত্যু আহত ৫জন।