বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক সংঘর্ষ, বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মূহুর্মূহু কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে, অন্যদিকে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করেছে।
আরও পড়ুনঃ খেলাধুলা
জানা গেছে জুমার নামাজের পর হঠাৎ করে একদল ব্যক্তি মোদী বিরোধী শ্লোগান দিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
এর আগে জুমার নামাজ শুরু হওয়ার আগ থেকেই মসজিদে ক্ষমতাসীন দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন। কিছু নেতা–কর্মী মসজিদের চারপাশের সড়কে দাঁড়িয়ে ছিলেন। পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
ইউটিউবঃ শেরপুর সংবাদ