কাকান সরকার: ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মোজাম্মেল হক এর কটাক্ষ অশালীন ভাষায় বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের আওয়ামীলীগের ৮ মনোনয়ন প্রত্যাশী প্রার্থী অপর এক মনোনয়ন প্রত্যাশী মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক কর্তৃক বর্ধিত সভায় কটাক্ষ, অশালীন ভাষায় বক্তব্য দেওয়ার প্রতিবাদে ২৪ মার্চ বুধবার সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ৮ জন মনোনয়ন প্রত্যাশীগণ লিখিত বক্তব্যে বলেন, গত ২১ মার্চ মালিঝিকান্দা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের এক জনসভা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএআব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সহ আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী ও জনতা উপস্থিত ছিলেন।
ওই সভার সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ মালিঝিকান্দা ইউনিয়ন শাখার সভাপতি মোজম্মেল হক অন্যান্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের সমর্থনে সভায় আগত মিছিলে বিপুল পরিমাণ লোক দেখে সহ্য করতে না পেরে গায়ের জোরে প্রটোকল বহির্ভুত ভাবে মাইক নিয়ে যা তা ভাষায় তাচ্ছিল্য করে অপর ৮ জন মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে। এছাড়াও মোজাম্মেল হক আরো বলেন, যাদের ৩২ দাঁত জালায়নি তারাও নৌকার মনোনয়ন চায়” বলে কটাক্ষ করেন।
সাথে সাথে জনসভায় উপস্থিত নেতা কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানাতে থাকে ও মার মুখী হয়ে পড়ে। এরই বিচার চেয়ে সংবাদ মাধ্যমে উধ্বর্তন নেতা-কর্মীদের অবগত করতে এ বিষয়টি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ৮ জনের পক্ষে হাজ্জাজ বিন ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন, অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ৭জন।
ইউটিউব : শেরপুর সংবাদ
ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আওয়ামী নেতা ও সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন সবুজ, আওয়ামী নেতা ফরজ উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম।
আরও পড়ুন:আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে মত বিনিময় সভা