Homeজেলার খবরমাদার তে‌রেসা সম্মাননা পদক পে‌লেন কাংশা ইউ‌পি চেয়ারম‌্যান আতাউর রহমান। শেরপুর সংবাদ

মাদার তে‌রেসা সম্মাননা পদক পে‌লেন কাংশা ইউ‌পি চেয়ারম‌্যান আতাউর রহমান। শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টারঃ সাম‌্যতা ও ন‌্যায়‌বিচা‌রের মাধ‌্যমে সমাজ সেবায় বি‌শেষ অবদা‌নের স্বীকৃ‌তি স্বরূপ শেরপু‌রের ঝিনাইগাতী উপ‌জেলার ১ নং কাংশা ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ আতাউর রহমান মাদার তে‌রেসা সম্মাননা এ‌্যাওয়ার্ড – ২০২২ পদক লাভ করেছেন।

তাকে ‘বাংলা‌দেশ জাতীয় ব‌্যক্তিত্ব স্মৃ‌তি প‌রিষদ “না‌মে এক‌টি সংগঠনটি এই পদক প্রদান করে।
গত ৬ জানুয়ারী শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাই‌ব্রেরী‌তে এ পদক তু‌লে দেন সংগঠন‌টির সভাপ‌তি লায়ন সালাম মাহমুদ ।

এ বিষ‌য়ে ১ নং কাংশা ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মোঃ আতাউর রহমান ব‌লেন, আ‌মি এ সম্মা‌নে ভূ‌ষিত হ‌য়ে স‌ত্যি অ‌ভিভূত ! আ‌মি সব সময় সাধারণ মানু‌ষের পা‌শে ছিলাম ভ‌বিষ‌্যতেও মানু‌ষের সেবা ক‌রে যে‌তে চাই। স‌ত্য ও ন‌্যা‌য়ের ব‌্যাপা‌রে কখনও আ‌পোষ ক‌রি‌নি । ভ‌বিষ‌্যতেও কর‌বো না ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular