আজ মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাত ১২ টা থেকে শুরু হয়েছে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন।
রাত ১২ টার পর থেকে সকাল ১০ টা পর্যন্ত সারাদিন ব্যাপী শেরপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়।
রাত ১২ টার দিকে শেরপুর জেলা ডিসি স্যার আনার কলি মাহবুব, মাননীয় হুইপ আতিউর রহমান আতিক, জেলা চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানসহ শেরপুর জেলার বরেণ্য ব্যক্তি বর্ণগণ শ্রদ্ধাঞ্জলী প্রদান করে।
শেরপুর ইন্সটিটিউট অব সাইন্স & টেকনোলজি (SIST) কলেজের পক্ষ থেকে রোভার স্কাউট সকাল ৭ঃ০০ টার সময় শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স & টেকনোলজি (SIST) এর ২য় ক্যাম্পাসে অবস্থান করে।
আলমগীর কবির এর দিক নির্দেশনায়, মোঃ আরিফুল ইসলাম ও হামিদুর রহমান বেলাল এর নেতৃত্বে শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স & টেকনোলজির রোভার স্কাউট যাত্রা শুরু করে এবং ৭ঃ৩০ এ শেরপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করে।
তাছাড়া শেরপুর জেলার সকল স্কুল কলেজ এর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।