Homeজেলার খবরবা‌জিত‌খিলা বন্ধু বীজ ভান্ডা‌রের উ‌দ্যো‌ বালাইনাশক খুচরা বি‌ক্রেতা প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত ।...

বা‌জিত‌খিলা বন্ধু বীজ ভান্ডা‌রের উ‌দ্যো‌ বালাইনাশক খুচরা বি‌ক্রেতা প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টারঃ কিভা‌বে স্বল্প খর‌চে অ‌ধিক ফলন নি‌শ্চিত করা যায় এ উ‌দ্দেশ‌্যকে সাম‌নে রে‌খে শেরপুর সদর উপ‌জেলার বা‌জিত‌খিলা বন্ধু বীজ ভান্ডা‌রের আ‌য়োজ‌নে এক বালাইনাশক খুচরা বি‌ক্রেতা প্রশিক্ষণ কর্মশালা বাজিত‌খিলা আইসি‌টি ইন‌স্টি‌টিউ‌টে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে । ১৮ সে‌প্টেম্বর র‌বিবার সকাল ১০ টা হ‌তে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মশালা চ‌লে ।
এ বালাইনাশক খুচরা বিক্রেতা প্রশিক্ষণ কর্মশালায় সভাপ‌তির আসন গ্রহন ক‌রেন স্থানীয় বি‌শিষ্ট সমাজ‌সেবক মোঃ নজরুল ইসলাম এবং প্রধান অ‌তি‌থি ও আ‌লোচক হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন , ব্লে‌সিং এ‌গ্রো‌ভেট লিঃ ঢাকা বিভা‌গের সেলস ম‌্যা‌নেজার মোঃ নজরুল ইসলাম ।


বি‌শেষ অ‌তি‌থি হি‌সেব‌ে ছিলেন, জামালপুর জেলার সহকারী বিক্রয় ব‌্যবস্থাপক মোঃ আব্দুল হাই , শেরপু‌রের বিপনন কর্মকর্তা মোঃ জামালুল ইসলাম , বন্ধু বীজ ভান্ডা‌রের স্বত্বাধিক‌ারী মোঃ ফরহাদ আলী , বি‌শিষ্ট সমাজ‌সেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ আ‌নোয়ার হো‌সেন সহ অন‌্যান‌্য গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গও উপ‌স্থিত ছি‌লেন ।

উপ‌স্থিত বালাইনাশক খুচরা বি‌ক্রেতা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আ‌লোচক ব‌লেন , অ‌তি‌রিক্ত কীটনাশক নয় বরং সঠিক প‌রিমা‌নে বালাইনাশক ব‌্যবহার কর‌তে হ‌বে । এ‌তে ফলনও বৃ‌দ্ধি পা‌বে খরচ ও হ্রাস পা‌বে ।

প‌রে আ‌লোচনা শে‌ষে স‌র্বোচ্চ খুচরা বি‌ক্রেতা‌দের ম‌ধ্যে পুরস্কার হি‌সে‌বে এনড্রয়েড মোবাইল বিতরণ করা হয় ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular