স্টাফ রিপোর্টারঃ আগামী ৮ ডিসেম্বর শেরপুর জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বাজিতখিলা ইউনিয়ন আ.লীগের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বিকেলে বাজিতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.টি এম মামুন জোস, ০৩ নং বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম, ইউনিয়ন আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা হুইপ আতিককে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে হুইপ আতিক বাজিতখিলা বাজার জামে মসজিদে তিন লক্ষ টাকা অনুদান বৃদ্ধি সহ মোট দশ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন ।