Saturday, February 4, 2023
Homeজেলার খবরপদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেরপুরে র‌্যালি ও আলোচনা সভা । শেরপুর সংবাদ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেরপুরে র‌্যালি ও আলোচনা সভা । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টার: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেরপুরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন শনিবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

উদ্বোধন অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে শেরপুর ইনডোর স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার উপভোগ করা হয়। এছাড়া পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular