Homeখেলাধুলানেপালে লাল সবুজের ফুটবলারেরা করোনা নেগেটিভ

নেপালে লাল সবুজের ফুটবলারেরা করোনা নেগেটিভ

নেপালে লাল সবুজের ফুটবলারেরা করোনা নেগেটিভ।

নেপাল গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে রুটিনমাফিক কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন ফুটবলারেরা। আশার খবর হলো, করোনা টেস্টে সবার ফল নেগেটিভ এসেছে। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গতকাল বৃহস্পতিবার নেপালের স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে নেপালে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে গিয়ে কাঠমান্ডুর সোলাতে ক্রাউন প্লাজা হোটেলে উঠেছেন তাঁরা। রুটিন পরীক্ষার অংশ হিসেবে কালই করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয় ফুটবলারদের।

করোনা নেগেটিভ আসার পর আজ শুক্রবার সকাল থেকেই অনুশীলনে নেমে পড়েছেন ফুটবলারেরা। সকালে জিম সেশন শেষ করেছেন তাঁরা। বিকেলে দ্বিতীয় সেশন শুরু হওয়ার কথা।

অনলাইন অর্ডার করুন: Ring light

আগামী মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। এর পরের ম্যাচ হবে স্বাগতিক নেপালের বিপক্ষে ২৭ মার্চ। আগামী ২৯ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।

আরও জানুন: সামনে আসছে রমজান, আরও বাড়বে মুরগির দাম। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular