স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে মনিরুজ্জামান মনির (৩৪)নামে এক মাদক ব্যবসায়ীকে উপজেলার ধোপাকুড়া বাজার থেকে ৯৫ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ২৩ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ ঘটিকার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান মনির ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামের আনার আলীর ছেলে। র্যাব-১৪, জামালপুর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের একটি চৌকস দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন ধোপাকুড়া বাজারে মো. শফিকুল ইসলামের ভাই ভাই এন্টারপ্রাইজের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়।