Friday, March 24, 2023
Homeজেলার খবরনালিতাবাড়ীতে ৩৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক । শেরপুর সংবাদ

নালিতাবাড়ীতে ৩৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক । শেরপুর সংবাদ

স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে ৩৪ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে জামালপুর ক্যাম্পের র‍্যাব-১৪ এর সদস্যরা । ১৬ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাইপাস মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার পানিহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫)।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১৪ , সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার উপস্থিতিতে নালিতাবাড়ি বাইপাস মোড়ে আল আমিনের মটর সাইকেল গ্যারেজ এর সামনে পাঁকা রাস্তায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

এসময় ৩৪ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা বলে জানায় র‍্যাব। এ ব্যাপারে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।আটককৃতর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় র‍্যাবের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular