স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদ আজ ১৪ সেপ্টেম্বর ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে । কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব স্বাক্ষরিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান রংগন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে আছেন আল শাহরিয়ার শুভ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন খোরশেদ আলম।
কমিটির বাকি সদস্যরা হলেন; সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, মোহাম্মদ সাদ্দাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নাফিউল ইসলাম মিশাল, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, শ্রবণ আহমেদ চান, দপ্তর সম্পাদক মোঃ শাকিল হাসান, অর্থ সম্পাদক সকাল আহমেদ। কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।