স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা উপজেলায় বিদুৎ সংস্পর্শে নাজমা বেগম (নাজু)২২ নিহত হয়েছে।
নিহত নাজমা বেগম নাজু নকলা পৌর এলাকার ৬ নং কুর্শাবাদাগৈড় ওয়ার্ডের চা বিক্রেতা আসকর মিয়ার মেয়ে ও কাঠ মিস্ত্রি আলমগীর হোসেনের স্ত্রী ছিলেন ও ২ বছরের ছেলে সন্তান রয়েছে
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা, আজ দুপুর সাড়ে ১২ টায় ফ্রিজের ছেরা তারের বিদ্যুৎ সংস্পর্শে নাজমা বেগম নাজু জড়িয়ে পড়লে পরিবারের লোকজন মেইন সুইচ অফ করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর নকলা থানার পুলিশ মৃত নাজমা বেগম নাজু র মরদেহ ময়নাতদন্তের জন্য নকলা থানায় নিয়ে আসে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, বিদুৎ সংস্পর্শে নাজমা বেগম নাজু মৃত্যু ঘটনায় নকলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।