Homeপ্রযুক্তি ও চাকুরীতুলসীমালা চালের অনলাইন ব্যবসায় সফল শেরপুরের ছেলে আমির হামজা

তুলসীমালা চালের অনলাইন ব্যবসায় সফল শেরপুরের ছেলে আমির হামজা

“তুলসীমালা চালের অনলাইন ব্যবসায় সফল শেরপুরের ছেলে আমির হামজা”

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের ধান চাষ হয়। তার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা অন্যতম। যাকে শেরপুর জেলার ব্রান্ডিং পণ্য বলা হয়। এই তুলসীমালা চাল দিয়ে বিশেষ করে বিরিয়ানি, পোলাও, পায়েস, খির, সাদা ভাত এবং শীতকালে পিঠাপুলিসহ নানান ধরণের মজাদার খাবার তৈরি করা যায়। এটি এক ধরণের সুগন্ধি চাল এর জন্য এই চাল পোলাওয়ের জন্য বিখ্যাত।
সম্প্রতি, শেরপুর জেলার ব্রান্ডিং পণ্য ‘তুলসীমালা চাল’ নিয়ে অনলাইন বিজনেস করছে শেরপুরের ছেলে আমির হামজা। তার বর্তমান বাসা শেরপুর সদর উপজেলায়। লেখাপড়ার পাশাপাশি তিনি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেন। এছাড়াও বিভিন্ন আইটি প্রতিষ্ঠান থেকে ফ্রিলান্সিং বিষয়ক ট্রেইনিং করে নিজেকে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলেছেন। গত বছর করোনা মহামারির লকডাউনের সময় তার এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের পরামর্শে এই পরিকল্পনা গ্রহন করেন। সেই থেকে তার এই তুলসীমালা চালের অনলাইন বিজনেসের যাত্রা শুরু হয়।
জানা যায়, “তুলসীমালা পয়েন্ট-শেরপুর” নামক একটি ফেইজবুক পেইজের মাধ্যমে তিনি তার এই অনলাইন বিজনেসটি পরিচালনা করে থাকেন। শতভাগ বিশুদ্ধ এবং সহনীয় দামে সারাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিয়ে থাকেন। এতে করে সারাদেশের মানুষ যেন সহজেই শেরপুরের তুলসীমালা চাল নিতে পারেন।
তিনি বলেন, গ্রাহকদের সন্তুষ্টিই আমার মূখ্য উদ্দেশ্য এরজন্য আমি আমার গ্রাহকদের সাথে ভালো আচরণ করি। তিনি আরো বলেন, শেরপুর জেলার বিখ্যাত চাল সুগন্ধি তুলসীমালা দিয়ে শেরপুর জেলাকে বাংলাদেশের মানুষের কাছে খুব সহজেই পরিচিত করতে চাই। সুযোগ পেলে ভবিষ্যতে শেরপুরের আরো বিখ্যাত সব পন্য নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, যেন আমার এই অনলাইন ব্যবসাটি সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং সেই সাথে তিনি বাংলাদেশের তরুণ বেকারদের সফল একজন উদ্যোক্তা হওয়ার আহ্ববান জানান।
আরও পড়ুন: ক্লিক করুন
শেরপুরের সকল খবর পেতে শেরপুর সংবাদের সাথেই থাকুন
আমাদের ইউটিউব: শেরপুর সংবাদ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular