টেস্টের দ্বিতীয় দিন শুরু করছেন ১২৬ রানে শান্ত আর ৬৪ রান করা মুমিনুল।
পাল্লেকেলে টেস্টের প্রথম দিনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারে সাইফ হাসানের উইকেট হারালেও নাজমুল হোসেন শান্তকে নিয়ে দারুণ সামলেছেন তামিম।
নার্ভাস নাইন্টিতে মোটেও বিচলিত ছিলেন না তামিম ইকবাল। তামিম ইকবাল ও মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে সেশন ধরে ধরে অসাধারণ একটা ইনিংসও খেলেছেন নাজমুল হোসেন শান্ত।
আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি SUBSCRIBE করুন।
আরও জানতে: ক্লিক করুন।
মধ্যাহ্ন বিরতির আগে তুলে নেন ক্যারিয়ারের ২৯তম ফিফটি। বিরতি থেকে এসে শতকের পথেই এগিয়েছেন। তবে নব্বইয়ের ঘরে ঠিক ৯০ (১০১) রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।
প্রথম দিনের শুরুতে ওপেনার সাইফ হাসান কোনো রান না করে ফিরলেও বাকি দিনে আর বাজে পরিস্থিতি দেখতে হয়নি বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। মুমিনুলও এগোচ্ছেন শতকের পথেই। দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটে ৩০২ রান।
আজ বৃহস্পতিবার পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শুরু করছেন ১২৬ রানে শান্ত আর ৬৪ রান করা মুমিনুল।
আরও জানুন: ধরিত্রী দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।