টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে ১জনের মৃত্যু ও আহত ৫জন।
ঢাকা টাঙ্গাইলে মহাসড়কের নাটিয়াপাড়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন ৫ জন।
আজ সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক খালেক (৫০) সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো: রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নিটিয়াপাড়া এলাকায় পৌছালে টাঙ্গাইলগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
অনলাইন শপিং কারতে: ক্লিক করুন
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক খালেক মারা যায়।আহত হয় আরও ৫ জন। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
আরও জানুন: ২১ মে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু।