ঝিনাইগাতী উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
(২২ ফেব্রুয়ারী) সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে ও বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর লিনা জাম্বিল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ।
মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইসমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলি বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ মাজেদুর রহমান প্রমূখ।
অনলাইন অর্ডার করুন: BM800 Microphone
এসময় বিংস প্রজেক্ট এর হেলথ প্রজেক্ট অফিসার নাজমুল হোদা, প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারাসহ উপজেলা পুষ্টি কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে গত ৩ বছরের পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয়।
আরও জানুন: শেরপুরের নকলায় পুলিশি অভিযানে জুয়ারীসহ গ্রেফতার ৯জন।