স্টাফ রিপোর্টারঃ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও অবান্তর মন্তব্যের প্রতিবাদে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
২৩ মে (সোমবার) বিকাল ৫ ঘটিকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন খান শাওন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইগাতীর ঐতিহাসিক আমতলায় এসে শেষ হয়। এ সময় ছাত্রলীগের জমায়েতে ছাত্রদলকে প্রতিহত করতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়।
মিছিল শেষে ঐতিহাসিক আমতলায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন খান শাওন। বক্তগন ছাত্রদল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।