জামালপুরে ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে র্যাব।
জামালপুরে ৫০ টি অ্যাম্ফিটামিনযুক্ত গোলাপী রঙের ইয়াবাসহ উজ্জ্বল মিয়া (৩২) নামে এক তরুণকে আটক করেছে র্যাব।
১৭ ফেব্রুয়ারি বুধবার রাতে সদর উপজেলার তুলসিপুর ইউনিয়নের তুলসিপুর নান্দিনা সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটকৃত উজ্জ্বল মিয়া (৩২) পুরাতন মাটিখোলা গ্রামের আজিজুল হকের ছেলে। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪ জামালপুরের ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার এম এম সবুজ রানা।
তিনি আরো জানান, জামালপুর সদর উপজেলার তুলসিপুর নান্দিনা সড়কের বাইট কামারী গ্রামের রইজ উদ্দিন কপাইল্ল্যের চা দোকানের দক্ষিণ পাশে অভিযান চালায় র্যাব।
অভিযানে ৫০ টি অ্যাম্ফিটামিনযুক্ত গোলাপী রঙের ইয়াবাসহ উজ্জ্বল মিয়া (৩২) কে আটক করা হয়।
অনলাইন অর্ডার করুন: BM-100FX USB Powered Condenser Studio Recording Microphone With Noise Cancel And Echo Effect
তার কাছ থেকে ১ টি চাকু, ১টি মোবাইল সেট, ২টি সিম ও নগদ ১০,০০০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও জানুন: মোংলায় দুই হরিণ শিকারীকে আটক করেছে বন বিভাগ।