স্টাফ রিপোর্টার: প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা । যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল । এমনই একজন সফল সমাজ সেবক নিয়ে কথা বলব । তিনি হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এমএ জলিল ।
২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ১০ নং গড়জরিপা ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করে বিপল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন । চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন । দিনরাত শুধু মানুষের সেবা করে যাচ্ছেন ।
তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর চাউলিয়া বাজার হতে চাউলিয়া কওমি মাদ্রাসা পর্যন্ত রাস্তা সিসি ঢালাই , গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার নির্মাণ ,১ নং ওয়ার্ডের গোপালখিলা রাস্তা ইটের সলিং , ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন জায়গা মাটি ভরাট ,কৃষকদের মাঝে বিনা মূল্যে স্প্রে মেশিন প্রদান ,বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থিদের মাঝে টিফিন বক্স বিতরন , দরিদ্র পরিবারের মাঝে টিউিবওয়েল স্থাপন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ নানা সামাজিক ও ধর্মীয় কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন ।
এ ব্যাপারে ১০নং গড়জরিপা ইউপি চেয়ারম্যান এমএ জলিল জানান , জনগনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগনের সেবার মাধ্যমেই তার প্রতিদান দিতে চাই । আমি সবসময় জনগনের পাশে আছি । তিনি আরও জানান কিছু অসাধু ব্যক্তি আমার সুনাম নষ্ট করার পায়তারা করছে তারা কখনও সফল হবেন না ।