চিরপ্রতিদ্বন্দ্বী ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে রিয়াল।
লড়াইটা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোতে পারল না মেসির বার্সেলোনা। ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে। সারা বিশ্বের ফুটবল প্রেমীদের নজর ছিল ম্যাচটির দিকে ।
গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের জয়ে একটি করে গোল করেন করিম বেনজেমা ও টনি ক্রস। আর বার্সার হয়ে একমাত্র গোলটি করেন অস্কার মিনগেসা
ম্যাচের শুরুতেই ১৩ মিনিটে লুকাস ভাসকেসের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বেনজেমা চমৎকার শটে বল জালে জড়ান। আসরে বেনজেমার এটি ১৯ তম গোল।
আরও জানতে: ক্লিক করুন।
২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। টনি ক্রুসের ফ্রি কিকে লক্ষ্যভেদ করে তারা। তাই প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।