স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদীর ঘোনাপাড়ায় উৎসব মুখর পরিবেশে ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১. ৩০ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এ নির্বাচনে সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম , সহসভাপতি পদে মোঃ মফিজুল হক , সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওবায়দুর রহমান , মহিলা সম্পাদক পদে মোছাঃ মল্লিকা বেগম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল কাদির বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে ।
এছাড়া কোষাধ্যক্ষ পদে আনারস প্রতিকে মোঃ হারুনুর রশিদ, ধর্ম সম্পাদক পদে বই প্রতিকে মোঃ শাহিন মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতিকে মোঃ মাহফুজ আকাশ নির্বাচিত হয়েছেন । উল্লেখ্য ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫৬ জন ।
এর মধ্যে ২৬ জন মহিলা ভোটার ভোট প্রদান করেছেন এবং ১১৩ জন পুরুষ ভোটার ভোট প্রদান করেছেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাকিম , সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মোঃ আবু রায়হান মুক্তা সহকারী শিক্ষক পূর্ব গড়জরিপা সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শিক্ষানবীস এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মল্লিকা বেগম । এছাড়া উক্ত নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।