স্টাফ রিপোর্টারঃ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের বজ্রনিরোধক তালগাছ রোপন প্রকল্পের আওতায় একশোটি তালগাছ চারা রোপন কর্মসূচির উদ্বোধন শনিবার সকাল ১১ টায় শ্রীবরদী উপজেলার ১০ নং গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামীণ রাস্তায় অনুষ্ঠিত হয়েছে।
১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন গড়জরিপা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর সিদ্দিক , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আলী , ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান , সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা বিনা বেগম , ৪ নং ওয়ার্ডের সদস্য আবু বক্কর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ ব্যাপারে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন , ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের বজ্রনিরোধক তালগাছ রোপন প্রকল্পের আওতায় প্রাথমিক ভাবে একশো তালগাছ চারা রোপন করা হচ্ছে । তবে আমি ব্যক্তিগতভাবে আরোও কয়েকশ তালগাছ চারা এ ইউনিয়নের সবর্ত্র রোপন করবো । যাতে আমার ইউনিয়নবাসী বজ্রপাত হতে রক্ষা পায় ।